যখন ভাবি সব তো হলো যাবো তোমার কাছে
কেমন যেন বুকের ভেতর সুখ পাখিটা নাচে।
ভাবতে থাকি দেখা হলেই হবে অনেক কথা
তোমার আগে আমিই না হয় ভাঙবো নীরবতা।
যখন তুমি আমায় ভেবে একলা বাতায়নে
নীরব দুপুর নিঘুম চোখে বসবে উদাস মনে।
দক্ষিণ হাওয়া এলোচুলে খেলবে নিছক খেলা
বেখেয়াল এক আবেশ মনে গড়িয়ে যাবে বেলা।
দূরের গাছে ডাকবে পাখি চোখ গেলো চোখ গেলো
পিছন দিকে শাড়ির আঁচল উড়বে এলোমেলো।
আস্তে হেঁটে পিছন থেকে ধরবো দুটো চোখ
বলবে হেসে, একাজ বলো করেই বা কোন লোক?
আসবে বলে এখন এলে, কাটলো কত সময়?
তোমার সাথে মনের খেলা আজ থেকে আর নয়!
বলবো, হলো অনেক দেরী, মানছি তো সে ভুল,
আলতো হাতে পরিয়ে দেব খোঁপায় ক’টা ফুল।
বলবে তুমি, কি যে করো? যাও না দূরে ছাই
দিন দুপুরে তোমার দেখি লজ্জা শরম নাই!
লজ্জা কত পাবো বলো কেউ এখনই এসে
এতো কাছে দেখে তোমায় উঠলে বিরূপ হেসে?
বলবো আমি, ভাবছো কেন কিসের এতো ভয়?
দুদিন পরেই আমার হবে মিথ্যে সে তো নয়!
জানি, তোমায় হয়নি বলা, তোমায় ভালোবাসি
এই তো এখন হলো বলা, দেবে আমায় ফাঁসি?
এমন অনেক ভাবার মাঝে কখন এসে দাঁড়াই
যে ফুল নিয়ে ভাবনা এতো হাতে সে ফুল ছাড়াই।
কেমন আছো? এর বেশি আর হয় না কিছু বলা
শুধু এ’টুক বলার তরেই এতটা পথ চলা?
ছোট্ট করে বলবে তুমি, আমি ভালোই আছি।
এর চেয়ে কি আর কোনদিন হবো কাছাকাছি?