ওরে আমার কোল বালিশ
তোর কাছে দিই এক নালিশ -
পাওয়ার তরে একটু সুখ
রেখেছি তোর বুকে বুক
ভেবেছি তুই খুবই কাছের
বুঝিস ব্যথা বুকের মাঝের।
এমনিভাবে সময় কেটে
গেলি হঠাৎ আজকে ফেটে।
ঘাঁটছি যত টুকরো তূলি
কোথায় আমার ব্যথাগুলি?
হায়রে, তোর এ কেমন ফাঁকি?
এই বুকে তোর বুকটা রাখি'
ছিলি যত্ন নেওয়ার দলে
সুখটা আমায় দেবার ছলে।
আজ বুঝি, তুই আমার তরে
রেখেছিলি বুকটা ভরে
খানিক তূলা, খানিক ধুলি
তাতেই আমি ছিলাম ভুলি'।
আমার যখন ভাঙলো ভুল
বুকের মাঝে বিঁধছে হুল।