সুখ খুবই দুর্লভ, খুঁজে নিতে হয় তাকে
তা না হলে দুঃখ এসে বার বার ডাকে।
নিজেকে যখনই করো কারো সাথে তুলনা
দুঃখ পারে উঁকি দিতে - ভুলো না, ভুলো না।
নিজেকেই ঘুরে ফিরে দেখো
তারই মাঝে সুখ পেতে শেখো
সে আছে দাঁড়িয়ে পাওয়া নাপাওয়ার বাঁকে।
জীবন নদীর স্রোতে শুধু ভুল আর ভুল
ভুল যদি না ভোলো, তবে পাবে না যে কুল।
ভুল হলে ক্ষমা চাও
ভুল পেলে ক্ষমা দাও
তা না হলে সব সুখ হারাবে ভুলের পাঁকে।
বুঝে নাও, খুঁজে নাও কিসে হবে সুখী
নিজেকে ফুটাও হয়ে তার সূর্যমুখী।
নিজের শেকড়ে নিজে জল ঢালো
নিজের আঁধারে নিজে আলো জ্বালো
নিতে শেখো সে আলো হৃদয়ের ফাঁকে।
যদি না জানো বদলাতে খোলস রাতারাতি
কী করে হবে বলো রঙিন প্রজাপতি?
ডানা ভেঙে পড়ার ভয়ে
যদি না ওড়ো আকাশ জয়ে
কোনদিনই হবে না দেখা আকাশটাকে।