কাদায় মাখা দেহ আমার
যায় না তা সব ধু’লে
তাই বলে কী চিরদিনই
রইবে আমায় ভুলে?
যে ফুল ফোটে মাটির বুকে
তার, পাঁপড়িতে যায় ধুলো ঢুকে
তোমার পুজার নিবেদন কী
হয় নাকো সেই ফুলে?
কাদার মাঝে ফুটেছি গো
কাদা মেখেই রই
তবুও আশা মরে না গো
যদি তোমার হই।
তোমার ক্ষমার জলে ধুয়ে
নরম হাতের তালুয় ছুঁয়ে -
ধন্য হবে এই দেহটা -
নাও গো যদি তুলে।