একটু পেতে অভিযোগ আর অভিমানের মিষ্টতা
ক্ষমা করো যদি তোমায় দেখিয়ে থাকি ধৃষ্টতা।
হয়তো সেটাই পাওনা ছিল - দিয়েছিলে যেটুক সুখ,
না হয় যেমন দুঃখ ব্যথায় ভেঙেছিলে আমার বুক।
আমিই আরো পাওয়ার লোভে
যাই বলেছি মনের ক্ষোভে
ক্ষমা করো সেই আচরণ, ছাড়ায় যদি শিষ্টতা।
মেঘের মতো ভেসেছিলাম তোমার বুকের কাছে
ভুলেছিলাম তোমার আমার মাঝে যে ফাঁক আছে।
আমি বারি হয়েই ঝরি নিচে
উচ্চে যাওয়ার আশা মিছে
সে দুরাশায় যতই ভুলি তোমার প্রতি নিষ্ঠতা।
আমার আছে শূন্য দুহাত, পাওয়ার লোভে তাই তুলি
যা চাই যখন না পাই যদি, যা দিয়েছো যাই ভুলি।
অভিযোগ আর অভিমানে
দৈন্যতা গাই আমার গানে
ক্ষণিক ভুলি প্রেম-করুণায় তোমার অসীম সৃষ্টতা।