অবিরাম বৃষ্টির রিমঝিম ছন্দ
কতক্ষণ রাখা যায় জানালাটা বন্ধ?
নিষিদ্ধ কেন খোলা গিয়ে তাই ভুলে
শেষমেষ জানালাটা দিয়েছিনু খুলে।
সাথে সাথে বাতাসে এলো দুর্গন্ধ
ভাবি ফের জানালা কী করে দিই বন্ধ?
জলকণা চোখ, মুখ, বুকটাকে ভেজালো
নিয়ে এলো জোনাকীরা মিটি মিটি আলো।
কামিনীর গন্ধটা নাকে এসে লেগে
ভেতরের ইন্দ্রিয়টা উঠেছিল জেগে।
জোনাকী ও কামিনীকে করেছিনু প্রশ্নঃ
আঁধার, দুর্গন্ধ মাখা কেন জীবনের স্বপ্ন?
উত্তরে শুনেছিনু, খুলে রাখো জানালা
ভেঙে ফেলো বন্ধ ঘরের এই তালা
জীবনের সাথে যদি রাখো যোগাযোগ
আধার, দুর্গন্ধ তার নয় দুর্ভোগ।
জীবনের সবটাই নয় শুধু কালো
তারই মাঝে আছে কিছু সৌরভ, আলো।
জানালাটা খুলে তাই রই কান পেতে
জীবনের ক্ষীণ আলো, ছন্দ ও গন্ধে মেতে।