যতোবারই তোমার সাথে করতে আসি দেখা
যাই যে ফিরে দ্বারের কাছে দাঁড়িয়ে থেকে একা।
ঘোরের মাঝে কখন আসি
কেন তোমায় ভালোবাসি
মনকে হাজার প্রশ্ন করেও হলো না তা শেখা।
যেমন তুমি চেয়েছিলে হইনি আমি তেমন -
তবুও তুমি ডাকবে কাছে - আশায় মরে এ মন।
পূর্ণিমাতে সাগর জলে
চাঁদকে ছোঁয়ার জোয়ার চলে -
আমার বুকের জল ছুঁতে চায় তোমার আলোর রেখা।
ভুল করে কি খুলবে দ্বার?
দেখবো তোমায় একটিবার
হৃদয় মাঝে সে রূপ তোমার থাকবে চির-লেখা।