রহস্যময় নিগূঢ় খেলা খেলছে ধরায় কে
আমার ঘোর কাটে না এই আমারে কর্ম করায় কে?
আমার কর্মে কার কিবা লাভ
ভালো-মন্দের তাই যে হিসাব
আমার খাতা পাপ ও পুণ্যে লিখে ভরায় কে?
পাপ পুণ্যের দাবার ছকে কার খেলা কে খেলে
ইচ্ছাবিহীন দাবার গুটির শাস্তি কেন মেলে?
আমিই কি রই আমার হাতে
রয় না সে কি আমার সাথে
দাবার ছকে মরার ঘরে আমায় মরায় যে?
যার ইচ্ছা ছাড়া বৃষ্টি পড়ে না
যার ইচ্ছা ছাড়া পাতাও নড়ে না
আমায় পাপের কর্মে রেখে
সকল পুণ্যের কর্ম থেকে -
এই আমারে শাস্তি দিতে - ইচ্ছা সরায় কে?