সাদা রঙের এক দরজায়
কালো রঙের তালা
খুঁজে মরি সারা জীবন
কোথায় চাবিওয়ালা।
খুললে চাবি মিলতো মুক্তি
কে শোনে হায় আমার যুক্তি
নিঠুর চাবিওয়ালা শুধু
বাড়ায় আমার জ্বালা।
ঘরের মালিক তৈরী করে
ছোট্ট সে এক ঘর
লাগিয়ে তালা মাঝখানে তার
থাকে নিরন্তর।
বাইরে আমি দাঁড়িয়ে থাকি
তারে দেখার আশায় ডাকি
আমায় নিয়ে খেলে সেজন
সেজে মহা-কালা।
তারই এ ঘর, তারই তালা,
তারই চাবীওয়ালা
তার এ সকল খেলা কী হায়
দিতে আমায় জ্বালা?
সেই তালা খোলার মন্ত্র যদি
না পায় কোথাও শেষ অবধি
ভাগ্যে আমার শুধুই আছে
শাস্তি পাওয়ার পালা?