আমি তো পড়েই ছিলাম অবহেলায়
এই না পথের ধুলিতে
কেন যে হাত বাড়ালে যতন করে
ওই না বুকে তুলিতে?
রাখবে ভেবে আমায় সুখে
এমনি করে তুললে বুকে
কেমন করে পারবে আবার
কাল সহজেই ভুলিতে?
ধুলির বুকে জন্ম নিয়ে
ধুলিতে যার ঠিকানা
ধুলির মাঝে হারিয়ে যেতে
আছেই বা তার কী মানা?
তাই তোমাদের ভালোবাসায়
যেমন আমার হৃদয় হাসায়
তেমন হাসি রোজ এঁকে যাই
কথার এ রঙ-তুলিতে।
কাল যখন আর থাকবো না
আর নতুন ছবি আঁকবো না
নাইবা দেয়াল ভরলে তখন
জীর্ণ ছবিগুলিতে?