আমরা এখন জাত জুয়াড়ি, হরেক রকম খেলছি জুয়া
বাজি ধরে হেরে গেলে জীবন যে হয় মিথ্যা ভুয়া।
ছেলেমেয়ের লেখাপড়ায় কয়েক লক্ষের বাজি ধরি
দলাদলির বুলেট খেলে, আমরা সাথে দেনায় মরি।
শেষ যদি হয় লেখাপড়া, মেধার জোরে চাকরী নাই
পাঁচ থেকে দশ লক্ষ টাকার ঘুষের বাজি ধরাই চাই।
বিদেশ যাওয়ার লোভে পড়লে লক্ষ টাকার বাজি লাগে
পথের ফকির হতে পারে বিদেশ যাওয়ার অনেক আগে।
লক্ষ টাকায় হয় নারে ভাই বাজি ধরা ইলেকশনে
কোটি টাকার বাজি যে চাই দলের প্রার্থী সিলেকশনে।
প্রানের মানুষ ঘর ছেড়ে যাই হরেক রকম কারবারে
বাঁচা মরার সেতুর উপর বাজি রেখে প্রাণটারে।
বকছি বাজে, দুর্নীতিবাজে দেশটা নাকি গেছে ছেয়ে
তবু তো ভাই সর্ব-সদাই ওদেরই গান যাচ্ছি গেয়ে।
লেখক, কবি, গায়ক, শিল্পী, অথবা হই সাংবাদিক
ওদের কথা বললে কোথাও, জীবন বাজি রইবে ঠিক।
দিনে দিনে আসছে আরো হাজার রকম জুয়া খেলা
বাঁচতে হলে জুয়াড়ি হও, জিততে শেখো থাকতে বেলা।
২৪ ফেব্রুয়ারী, ২০১৬