চিরদিন মুক্তিকামী বাঙালী এক সভ্য জাতি
পরাধীনতার বিরুদ্ধে যুদ্ধ তাদের চির সাথী।
তাড়িয়েছে বর্গী, ইংরেজ, তাড়িয়েছে পাকিস্থানী
কণ্ঠে তবু কাঁদে আজও মুক্তির অবরুদ্ধ বাণী।
তারা বন্দী আজ স্বদেশী রাজনীতির অস্বচ্ছ ফাঁদে
কারো হাতে রাজাকার বা মুক্তিযোদ্ধা হয়ে কাঁদে।
তারা চায় না হতে মুক্তিযোদ্ধা অথবা রাজাকার
সাধারণ জনতা হয়ে চায় নির্ভয়ে ভোটাধিকার।
তারা চায়, সভ্য হোক সকল দলের নেতাগন
সভ্য হোক কবি, সাহিত্যিক, শিক্ষক, সুধীজন।
সভ্যতার বিশ্ব-মোড়ল যাদের কণ্ঠে নিন্দিত
তাদের কণ্ঠ ও হাতে হোক নিরপেক্ষতা নন্দিত।
ভয়শূন্য চিত্তে মুক্তকণ্ঠ গণতন্ত্রের মূলনীতি
শান্তিপূর্ণ প্রচার ও কর্মকান্ডে নয় ভয়ভীতি।
বিরোধী আদর্শও যদি হয় জনগণ-সমর্থিত
পরাজিত হয়ে হও সে রায়ে কৃতজ্ঞ ও প্রীত।
জনতার রায়ে সবার শ্রদ্ধা আজ জনতার দাবি
যাতে আছে জাতির বন্দীত্ব ঘুঁচানোর চাবি।
জনতার প্রতি অশ্রদ্ধাশীল নেতা অথবা দল
ইতিহাস বলে, আজ বা কাল যাবেই রসাতল।