ধন্যবাদ প্রভু, ধন্যবাদ পাঠিয়েছিলে এই পৃথিবীতে
যার তুল্য আর একটি সৃষ্টি নেই তোমার সৃষ্টিতে।
মেঘ থেকে বৃষ্টি ঝরে যার বুকে মাটি হয় সরস
যার বুকে আছে এতো অগণিত প্রাণের পরশ।
যার বুকে নিত্য ওঠে সূর্য, আঁধার যায় কেটে
যার বুকে পথ দেখায় মহাশূন্যে চন্দ্র তারা হেঁটে।
যার বুকে শব্দ আছে, কথা আছে, আছে সুর গান
যার বুকে জল আর বায়ু মিলে রক্ষা করে প্রাণ।
যার বুকে রঙে হাসে অগণিত ফুল, ফল, পাতা
যার বুকে প্রিয়জন, সন্তান, বন্ধু, পিতামাতা।
যার বুক অগণিত পশু পাখি জীব জন্তুর ডেরা
যার বুকে মানুষকে করেছো সকলের সেরা।
ধন্যবাদ, পাঠালে আমায় সেথা মানুষের বেশে
ধন্যবাদ, পাঠালে আমায় সেথা সেরা এক দেশে।
ধন্যবাদ, দেখাইলে বিদেশ, বৈচিত্র তোমার বিশ্বে
ধন্যবাদ, দিয়েছিলে দারিদ্র - যেন বুঝি নিঃস্বে।
ধন্যবাদ, মিটিয়েছো অভাব, দিয়েছো প্রাচুর্য
ধন্যবাদ, ব্যথা দিয়ে বাজিয়েছো তোমার তূর্য।
ধন্যবাদ, দিয়েছো পৃথিবীতে স্বপ্ন, ভালোবাসা
তাই বহে পৃথিবীতে জীবনের ধারা আর আশা।
ধন্যবাদ, দিয়েছিলে অসংখ্য, অকৃপণ বন্ধু ও সাথী
দিইনি কিছুই তাদের, দেয় তারা যখনি হাত পাতি।
ধন্যবাদ, দিয়েছিলে উন্মুক্ত আলো, জল, বায়ু
ধন্যবাদ, দিয়েছিলে অনেকের চেয়ে বেশি আয়ু।
ওহে দাতা! চাই না আজ অন্য কোন ক্ষমতা
শুধু চাই দেখে যাই পৃথিবীতে মানুষের সমতা।