আজিকে যা করো ভাবিতেছো কাল তার কিছু নাহি রবে?
জবাব দিতেই হবে।
বর্বর যাহা ঘটিতেছে আজ সূচি'র মায়ানমারে
আকাশ বাতাস কাঁদিতেছে দেখো রোহিঙ্গার হাহাকারে
নিষ্পাপ শিশু, মা ও বোনেরা রক্ত সাগরে ভাসে
রক্তের সেই হোলি খেলায় আজ নরপিশাচেরা হাসে।
বিধাতা দেখিছে কত উলঙ্গ হ'তে পারে শয়তান
কেমনে তারা বিভাজন করে মানুষ ও মুসলমান
কেমনে জ্বালে নরক আগুন মানুষের ঘরে ঘরে
পুড়ায় মানুষ - মা ও বোনের সম্ভ্রম হানি করে।
আল্লাহ, ঈশ্বর, বুদ্ধ, ভগবান যাহারেই তুমি মানো
তোমার বিধাতা - তুমিই আজিকে তাহারে ডাকিয়া আনো।
আমি মানি তারে ঠিক বিচারক, সেই আমার বিধাতা
পূণ্যে যেমন পুরস্কার দেয়, পাপেও শাস্তিদাতা
তাহারই হাতে পূর্ণ আস্থায় বিচার দিলাম তবে
জবাব দিতেই হবে।
ওহে মুসলিম, ওহে হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান
গাহিলে জগতে শুধুই নিজের ধর্মের জয়গান
অন্য ধর্মে ভাবিয়া হীন নিজেরে ভাবিলে সভ্য
কাহারো জীবন ভাবিলে অমূল্য, কাহারো সহজলভ্য।
নির্লাজ আজ দেখিলে চাহিয়া জীবনের অপচয়
টেকনাফ নদে রক্তের স্রোত ভাবিলে কিছুই নয়
ভাবিলে ক'জন হারালো জীবন তোমার কি তাতে দায়
কাঁদিল বঙ্গ, বাঁধিল সংঘ, বিশ্ব কোরাস গায়।
তুমি যেই হও রাখিয়ো মনে এ পাপ রহিল জমা
আজ যাই হোক কাল ইতিহাস করিবে না কারেও ক্ষমা
আজি যা নীরব ভাবো কেন তা চিরদিন রবে নীরবে?
জবাব দিতেই হবে।