কেউ বলে এ জীবন মিথ্যে, বৃথা ও নগন্য
কেউ বলে এ জীবন মহান, তাই জন্মে ধন্য।
কেউ বলে এ জীবন একটাই, এরপরে আর নাই
কাজ ভালো বা সাজ ভালো - তা এ জীবনেই চাই।

এই জীবনের আগে পরের আছে অনেক মত
সবদেশে সবকালে জীবন হাঁটছে একই পথ।
ভালোবাসার বিন্দু মিলে জীবন আনে ধরায়
সত্যি বলেই হয় না তা শেষ জীবন শেষে মরায়।

মাঝখানে তার দুঃখ সুখের হাজার রকম খেলা
চাওয়া পাওয়ার হিসেব কষে স্বপ্নে কাটে বেলা।
যুদ্ধ চলে ছিনিয়ে নিতে নিজের অধিকার
ত্যাগের মাঝে শান্তি চাওয়া - যুদ্ধ সে আত্মার।

জীবন যদি মিথ্যা হতো যুদ্ধ থেমে যেতো
মিথ্যা নিয়ে যুদ্ধ করে কিই বা মানুষ পেতো?
ন্যায় অন্যায় সঠিক বেঠিক সব যে হতো মিছে
শেষ বিচারের প্রশ্ন কোথায় মিথ্যা যাহার পিছে?

কষ্টগুলো বুকের মাঝে যে সব ব্যথা আনে
জীবন যদি মিথ্যা হতো থাকতো কি তার মানে?
জীবন শেষে অন্য কোন জীবন যদি থাকে
সেই জীবনেও এই জীবনের কর্মফলই রাখে।

জীবন রাখো, জীবন বাঁচাও - এই জীবনের যুদ্ধ
জীবন মিথ্যা দোহাই দিলে সত্য খোঁজা রুদ্ধ।
জীবন যে এক মহাসত্য - মহাসত্য রবেই
সবদেশে সবকালে তাকে রাখার যুদ্ধ হবেই।

ধরার বুকে মানব জীবন স্রষ্টার মহাদান
জীবনটাকে মিথ্যা বলায় হয় তার অপমান।
ধরার বুকে ক্ষণিক হলেও জীবনটা নয় অল্প
যুগের পরে যুগ লিখে যায় জীবন নিয়েই গল্প।
------------

সম্ভারে কবিতাটি 'জীবনটাই সত্যি' শিরোনামে প্রকাশিত হয়েছে, যাতে এখানকার কিছু চরণ অনুপস্থিত।