পাঁপড়িতে মোর একটু কাদা
তাই মেলেনি ফুলদানি
পরলে না হায় তোমার খোঁপায়
ওই আঙুলে ছিটিয়ে পানি।
ধুলো মাটির কাদা ছাড়া
ফুলের জন্ম হয় কোথায়
জলের সরস পরশ ছাড়া
শুকনো ফুল কি রয় বোটায়?
সেই ধুলোমাটির কাছাকাছি
ফুটে আজও আশায় আছি
তোমার প্রেমের জলে ধুয়ে
নেবেই তোমার বুকে টানি।
পরো বন্ধু ঝরার আগে
পরো তোমার খোঁপায়
ঝরার আগে এই মিনতি
রাখি তোমার দুপায়।
দুদিন পরেই ঝরে গেলে
যতই কাঁদো অশ্রু ফেলে
শুকনো আমার পাঁপড়িতে আর
পাবে না তার সুবাসখানি।