সকলি পুড়ালে শেষ, জীবনকে নয়
জীবনকে ধরে রেখে পুড়ে যেতে হয়।
জীবনের প্রতিক্ষণ পুড়ে ক্ষয়ে যায়
তবু সব জমা থাকে জীবন-খাতায়।
জল ঢেলে যত ভাবো অগ্নি হলো শেষ
ভস্মতলে রয়ে যায় আগুনের রেশ।
দমকা বাতাস এসে দিলেই উস্কানি
হঠাৎ শুরু হয় চৈত্রের অগ্নি ঘূর্ণানি।
পুড়ে যায় হৃদয়ের জমিনে ফসল
পুড়ে যায় চারিপাশে থাকে যা সকল।
পোড়ে না তবু অনিদ্র, জাগ্রত জীবন
ইতিহাস, পাণ্ডুলিপি লেখে সারাক্ষণ।
জীবনের আগুনেই পুড়ি সারাক্ষণ
তুমি দেখো কখনই পোড়ে না জীবন।
জলের আধার দেখো, দেখো না আগুন
আর সেই জলে আছে কতটুকু নুন।