একটি ঘরের চারটি কোণে থাকলে চারটি খুঁটি
ছোট্ট একটা ঘরের চালটা থাকবে মুটামুটি।
চালটি আরও বড় হলে, কেন্দ্রে একটা দিলে
ঘরটা করে অধিক শক্ত পাঁচ খুঁটিতে মিলে।
বিস্তৃত এই জগত মাঝে ছোট্ট মানব জীবন
তবুও অনেক জটিলতা করতে তারে যাপন।
সবকিছুকে রাখতে ধরে একটা বড় ঘরে
ইসলাম আসে পাঁচ খুঁটিতে বিধান পূর্ণ করে।
এক আল্লা্হ ও রসুলে তাঁর বিশ্বাস কেন্দ্রে খুঁটি
এটিই যদি শক্ত না হয় সারা ঘরেই ত্রুটি।
পরের খুঁটি নিত্যদিনের পাঁচ ওয়াক্ত নামাজ
আল্লা্হ-বান্দার সম্পর্কটা রাখতে করে কাজ।
পরের খুঁটি যাকাত দেয়া গরীব ও মিসকিনে
যাতে তাদের মরতে না হয় খাবার-কাপড় বিনে।
পরের খুঁটি প্রতিবছর মাসের সিয়াম সাধন
ক্ষুধা-তৃষ্ণার কষ্টটা হয় বোধের সাথে বাঁধন।
শেষ খুঁটিটা ধনীর তরে জীবনের এক হজ
ইসলাম কী, আলোর কেন্দ্রে দেখাটা হয় সহজ।
দূরের দেশে ছড়িয়ে যারা নিত্য করে বাস
মক্কাতে হয় এ সম্মেলন হাঁটতে ইতিহাস।
যে ঘরে রয় দৃঢ় বিশাস আল্লা্হ নবীর প্রতি
আল্লা্হ-বান্দার সম্পর্কতে বয় জীবনের গতি
নিজ সম্পদ বিলিয়ে দিতে তৈরী করে মন
সেই ইসলাম কেন্দ্রে ডাকে বিশ্বজনের মিলন।
পাঁচটি খুটির যখন যেটা ঘুণ পোকাতে ভাঙে
ঘরের তখন সেথায় ভেঙে ধর্ম খুনে রাঙে।
অল্প জখম সারতে পারে দিলে সঠিক দাওয়াই
বিধ্বস্ত হয় পাঁচটি খুঁটিই ভাঙলে ঝড়ো হাওয়ায়।
--------------------------------
** 'ঐশী আলোর ছটা' কাব্যগ্রন্থের জন্যে