সারাদিন দেখি লক্ষ মানুষ, সাঁঝে তারা ফেরে ঘরে
দুঃখ, বেদনা, ক্লান্তি ভুলে স্বজনে হৃদয় ভরে।
আমি শুধু খুঁজি ঘুমের জায়গা কোথাও পথের 'পরে
মেলে না কপালে কারো স্নেহছোঁয়া যত কাতরাই জ্বরে।
কোটি মানুষের জগত দিয়েছে আমার যে পরিচয় -
জগত মাঝে এই এতিমের আপন কি কেউ নয়?
ক্লান্ত নয়নে ঘুম নেমে আসে দেহ যেতে চায় শয়নে
সরকারী পথ, পার্কে ঘুরি নিশিথ শয্যা চয়নে।
হাতে লাঠি, পায়ে শক্ত বুটের আসে সরকারী লোক
লাথি দিয়ে তারা জাগিয়ে তোলে আমার ঘুমানো চোখ।
লাথি খেয়ে বুকে ছাতি ভাঙে আর জাগে মনে সংশয়
সরকারও তবে আমার কি কেউ নয়?
শীর্ণ দেহে ছিন্ন বস্ত্রে সারাদিন শুধু হাঁটি
এখানে সেখানে পাব কিছু খেতে - সময় করি না মাটি।
অকরুণ পথ পায়ের তলায় ঝরায় কখনও রক্ত
শীত বৃষ্টিও বিধাতার নাকি! হয় না আমার ভক্ত।
ভিজে জুবু জুবু কাঁপি থর থর - মনে জাগে সংশয়
বিধাতাও তবে আমার কি কেউ নয়?