বাহিরের কাজে ব্যস্ত ছিলাম প্রতিদিন
ভেতরটা তাই ছিল বড় অবহেলায়
ভেবেছি কী হবে অতটা যত্নে তার
যেখানে থাকি কেবলই রাত্রিবেলায়!
সেই না বাহির হঠাত যখন
বৈরী হইয়া করিল বারণ
এসো না বাহিরে চাইলেও মন -
রয়েছি মগ্ন ভেতর সাজানো খেলায়।
কখনো যদিও কিছু অনুযোগ
এ খেলার কিছু করি উপভোগ -
কিছু না হলেও কিছু উদ্যোগ,
কিছু মেরামত হোক গতিহীন ভেলায়।
আজ হোক কাল আসিবে আবার
সময়ের ডাক বাহিরে যাবার -
খেলিনু এ খেলা শুধু সাজাবার?
ভেতরে যেটুকু হলো সুন্দর
গড়েছে তা কি এমন অন্তর
নিয়ে যেতে সাথে বাহিরে মানব-মেলায়?