থরে বিথরে সজ্জিত সুস্বাদু খাবার সমুখের থালায়
উদোরটা মোচড় দেয়, দুচোখ জ্বলে তৃষ্ণার জ্বালায়।
রোজাদারের জিভ তবু ছোঁয় না এক বিন্দু জল ও দানা
বাধা নয় পৃথিবীর কোন শক্তি, শুধু আল্লাহর একটি মানা।
আল্লাহর প্রতিশ্রুতি - রোজাদার বান্দা যাহা চাও এখন
তোমার সে প্রার্থনা আমি পূর্ণরূপে করিব গ্রহণ।
পৃথিবীতে কত চাওয়া, আমারও চাওয়ার নেই শেষ
আছে দুঃখ, জ্বরা, অভাব, বেদনা, সহস্র ক্লেশ।
থাক তার সবই প্রভু ভবিষ্যতে তোমার বিবেচনায়
শুধু একটি জিনিস চাই আজ আমার এই প্রার্থনায় -
পৃথিবী মুক্ত হোক ক্ষুধার্ত চোখের হৃদয়-বিদারী যন্ত্রনণা হতে
অদূরেই সম্মুখে যখন নির্লজ্জ বিলাসী ভাসে বিলাসের স্রোতে
নিরন্ন ক্ষুধিত মানুষকে আর উচ্ছিষ্টের প্রতীক্ষায় রেখো না
সমস্ত ক্ষুধার যন্ত্রনণা দিয়ে দাও আমায়, নিরুত্তর থেকো না।