আমি তোমাকেই ভালোবেসেছিলাম,
ওগো বহুরূপী মেয়ে
পৃথিবীতে আর কিছু সত্যি, নেই এর চেয়ে।
আমার হৃদয় গগনে তুমিই ছিলে চন্দ্র, সুর্য, তারা
রেখেছিলে প্রতিদিন কালো মেঘহারা
আলোয় আলোয় সে গগন ছেয়ে।
যতটুকু বলেছি তার চেয়ে অনেকটাই হয়নি বলা
কোনদিন থামেনি তো তবু একসাথে পথচলা।
যে ঢেউ ভেঙেছে দুকুল প্রতিদিন
তারই হাতে রেখে সময়ের সব ঋণ
জীবনের তরণী গিয়েছি বেয়ে।
আমার না থাকা দিনে আমায় আরো বুঝবে
আমায় না পাওয়া দিনে আমায় আরো খুঁজবে।
অরূপ ভালোবাসার রূপ দেখবে সেদিন
দ্বীধাহীন দৃষ্টিতে অনন্তে চেয়ে।