(আমায়) আর কতদিন রাখবে তুমি এমনি করে দূরে
এ মন মন্ত্রমুগ্ধ করে তোমার গানের সুরে?
যখন যেথায় পাতি এ কান
শুধু শুনি তোমারই গান
তোমার সুরই আমার এ প্রাণ শোনে জগত জুড়ে।
চৈত্রদিনের তপ্ত বায়ে জীর্ণ পাতা ঝরে
তোমার সুরেই জেগে আবার নতুন পাতা ধরে।
বোশেখ, জ্যোষ্ঠ, আষাঢ়, শ্রাবন
গ্রীষ্ম, খরা, বৃষ্টি, প্লাবন
তোমার সুরের অনুরণন সকল সময় জুড়ে।
তুমিই প্রথম, তুমিই জীবন
তোমাতে শেষ, হলে মরণ
তোমার প্রেমই তাই অনুক্ষণ রাখি হৃদয় পুরে।