তোমার কথায় জগত নাচে
তবুও তাতেই ভুলে
এ মন আমার নাচে না যে
প্রেমের দোলায় দুলে।
যেমনভাবে আমার পানে
একটু দেখো চেয়ে
সেই চাওয়াতেই নাচে এ মন
হাজার সুরে গেয়ে।
তোমার বাঁকা ঠোঁটের হাসি
কোকড়ানো ঐ চুল
সামান্যই তা, তবুও দেখে
জগত্টা হয় ভুল।
এ নয় তোমার জ্ঞান গরিমা
আমায় কাছে টানে
এ নয় তোমার রসিকতা
ভাসায় রসের বানে।
তোমার হাতের ক্ষণিক ছোঁয়া,
কিংবা ক্ষণিক ভাবা
ভাবায় আমায়, ঝরায় আমার
উষ্ণ প্রেমের লাভা।
সেই লাভাতে বাধনহারা
নিত্য ভেসে ভেসে
সামান্যই তা, নিবিড়তায়
যাই যে ভালোবেসে।
এ নয় রঙিন বর্ণে লেখা
স্বর্ণ ইতিহাস
তোমার প্রেমে টেনে করে
এ হৃদয় উদ্ভাস।
এ নয় তোমার স্বর্গ-মর্ত্য
বুঝার গভীরতা
তোমার উপর বাড়ায় আমার
এমন নির্ভরতা।
তোমার নরম মেজাজ যখন
গরম হাসি দেখায়
সামান্যই তা, পেয়ে হৃদয়
হারিয়ে যেতে চায়।
অনেক কথা যখন বলো
মহাজ্ঞানীর ভাষায়
চাই না তোমার মুখের পানে
আরও শোনার আশায়।
যখন কাটাও আমার সাথে
সময় অকারণে
নীরব ভাষায় বাঁধো আমায়
কী এক বাধনে!
তখন তুমি অল্প কথায়
যাই বা করো প্রকাশ
সামান্যই তা, তার গভীরে
হারাই আমি উদাস।
এ নয় তোমার কঠোর কর্মে
বিশাল এক অর্জন
তোমার প্রতি গভীর প্রেমে
ভরায় আমার মন।
যখন তুমি শূন্যহাতে
সামনে এসে দাঁড়াও
সে হাতদুটো শুধুই তুমি
আমার পানে বাড়াও
তখন আমি তোমার প্রেমে
নিজকে নিজেই হারাই
সামান্যই তা, বুক ভরে দেয়
বৃহত কিছু ছাড়াই।