গগনে গগনে জ্বেলেছো আলো
হৃদয়ে জ্বালিনি আলো
তোমারে যে তাই পাইনি খুঁজে
সকলি রহিল কালো।
আমি আমার করিনি ভালো
প্রভু আমার করিনি ভালো।
প্রেমেতে প্রেমেতে ভরেছো জগত
হৃদয়ে রাখিনি প্রেম
তাই তব প্রেম পাইনি খুঁজে
বৃথা খুঁজে মরি হেম।
যতোই তুমি বাসিলে ভালো
আমি যে বাসিনি ভালো
আমি আমার করিনি ভালো
প্রভু আমার করিনি ভালো।
হৃদয়ের দ্বার খুলে আছি আজ
এসো হে প্রভু এসো
তোমার প্রেমের নির্মলতায়
আঁধার নাশিতে হেসো।
আমার এ কৃপণ হৃদয়ে তুমি
অকৃপণ আলো জ্বালো
আমি আমার করিনি ভালো
প্রভু আমার করিনি ভালো।