এখন হাইব্রীড সময়
দিন আর রাত মিলে রহস্যময়।
বিলুপ্ত আউশ আর আমনের মৌসুমী আবাদ
স্মৃতিভ্রষ্ট রসনা বোঝে না সৌরভী-স্বাদ।
কৃত্রিম প্রজননে বর্ধিষ্ণু প্রজাতি
নামহীন নামে শুধু সংখ্যার মাতামাতি।
হাইব্রীড স্বল্প বীজে অল্প জমিতে অধিক ফলন
অরক্ষিত বিশুদ্ধ বীজে কীটের চলন।
এখন ন্যায় এবং অন্যায় খুবই সহনশীল
সত্য ও মিথ্যায় গলাগলি মিল।
এখন জীবন নীতি ও দুর্নীতির হাইব্রীড
সততা ও অসততায় সমান স্পীড।
শয়তান ও সাধুর বিভাজক শুধু তীর্থগমন
হাইব্রীড ঘড়ি বাজায় ধার্মিকের শেষ সমন।