মানব জীবন ঠিক বেঠিকের খেলা
তারই মাঝে শেষ হয়ে যায় বেলা।
জন্ম থেকে যে যা শিখি
মনে সেটাই সত্যি লিখি
আসলে তা মিথ্যা কিনা
সত্যি খুঁজে কেউ আনি না
জেনেও যে হয় অনেক সময়
সত্যি দূরে ঠেলা।
বিদ্যা, বুদ্ধি, জ্ঞানের ভেলায়
ঠিক বেঠিকের হিসাব মেলাই
জীবন নদীর মাঝখানে তাও
হঠাত ঝড়ে পড়লে এ নাও
সকল হিসাব বেঠিক হয়ে
যায় রে ডুবে ভেলা।
ঠিক বেঠিকের ঘোরের মাঝে
মহাঠিকের ঘন্টা বাজে
জীবন শেষে বলে হেসে -
মহাসঠিক মৃত্যুকে তুই করলি কেন হেলা?
মানব জীবন ঠিক বেঠিকের খেলা।