নাচে রে, নাচে রে, নাচে রে,
হৃদয় আজি নাচে রে
রোজার শেষে ঈদ এসেছে
মুসলমানের কাছে রে।
মুসলমান আজ ঘর খুলেছে,
মনে খুশির ঝড় তুলেছে
কেবা আপন পর ভুলেছে,
সবার মিলন যাচে রে।
পূর্ণ মাসের সিয়াম সাধন,
টুটলো পানাহারের বাঁধন
আজ প্রিয়জনের হাতের রাঁধন,
খাওয়াই মজা আছে রে।
ঈদ মোবারক বাণীতে
আছে সবার হৃদয়খানিতে
আজ পরকে বুকে টানিতে
জায়গা বুকের মাঝে রে।
যারা দূরের পরবাসে,
আজ ঘরে ফিরে আসে
সবে মিলন সুখে হাসে,
নতুন আশায় বাঁচে রে।
আজি স্বর্গে ফেরেস্তারা,
সব আনন্দেতে হারা
চলে কোলাকুলির ধারা,
ধুলির ধরার ধাঁচে রে।