তোরা আর কতদিন মিথ্যে কথা বলবি?
আর কতদিন সহজ সরল পথ এড়িয়ে বক্রপথে চলবি?
আর কতদিন মানুষগুলো পশুর মতো পায়ের তলে দলবি?
আর কতদিন করবি চুরি পরের ধন
আর কতদিন চোরগুলো তোর হবে স্বজন?
আর কতদিন চৌর্যবৃত্তির মহিমা সব উচ্চ গলায় বলবি?
আর কতদিন দস্তখতে বেচবি দেশ,
প্রতিবাদী স্বদেশীদের করবি শেষ?
আর কতদিন পরদেশীর কুমন্ত্রনায় বরফ হয়ে গলবি?
দেশের মানুষ চাইলে ন্যায্য অধিকার
আর কতদিন বলবি তাদের - দেশ ছেড়ে যা রাজাকার
আর কতদিন বিভাজনের একটা পথেই চলবি?
সত্ মানুষের জোটে না আজ মুখের গ্রাস
বাঁচতে সবাই সব চাহিদাই করছে হ্রাস
নিজের উদোর পূর্ণ করে আর কতদিন স্বর্গ এ দেশ বলবি?
মনে রাখিস, সবদিনেরই আছে শেষ
ক্ষোভের আগুন বুকে নিয়ে ফুসছে দেশ
সেই আগুনে আজ নয় কাল নিজেও তোরা জ্বলবি?