আমি বৃথায় শুধু খুঁজে মরি, কী নয় পরের দান
নিজের সে সব ভেবে বাড়াই নিজের অসম্মান।
যে ফুল ফোটে পরের হাতে
পরের সুবাস মাখা যাতে
তারই মালা গলায় পরে গায় না তাঁদের গান।
আমার ক্ষুদ্রতাকে রুদ্র করার নেশায় যতই মাতি
নিঃস্ব হয়ে সবার কাছে ততই যে হাত পাতি।
(আমি) যতই করি আমার কথা প্রচার
পরের কাছে ততই যে হয় হার
জয়ের মালায় সাজতে গিয়ে কিনি নিজের অপমান।
এবার আমায় শেখাও প্রভু ক্ষুদ্র হতে, নিঃস্ব হতে
যাঁদের ভাবি মূর্খ আমি এবার তাদের শিষ্য হতে।
যাঁদের দানে ধন্য আমি
ধুলায় তাদের জন্য নামি
এবার অকপটে দিতে শেখাও তাঁদেরকে সম্মান।