আমার, করুণ মলিন এই দীনহীন সাজে
আমি, সমুখে তোমার কেমনে দাঁড়াই লাজে?
সহসা এলে গো আমার এ দরজায়
আমি যে এখন মরমে মরিয়া যাই
কেন যে রহিনু ব্যস্ত এখনো মিছে অকারণ কাজে?
দুপুরে অলস ঘুমের শেষে দেখি যে এখন জেগে
সময় গিয়েছে আপন খেয়ালে বহিছে বাতাস বেগে।
নিজেরে সাজাতে তুলিনি তো ফুল
যা দিয়েই সাজি মনে হয় ভুল
নিজেরে সঁপি কেমনে তোমায় আলো-আঁধারীর সাঁঝে?
কেন যে আরও আগেতে জাগিনি
তুলিনি বীণায় মিলন রাগিনি
তোমার আসার ক্ষণে এ বীণা শুধু সুরহীন বাজে।