সকল পেশার সেরা পেশায় আছো হে ডাক্তার
সেই পেশাতে কসাই যারা কিচ্ছাটা থাক তার।
তুমি জেনো, এই জগতের জীবন-দাতার পরে
জীবন বাঁচে তোমার হাতে - সবাই মনে করে।
তাই সমাজে সবার চেয়ে উচ্চে তোমার স্থান
তোমার হেলায় রোগীর বেশী কাঁদেও যে তাই প্রাণ।
তোমার সেবায় রোগী যখন রোগমুক্ত হয়
তোমার প্রতি কৃতজ্ঞতায় রোগীর ভরে হৃদয়।
সেই রোগী আর স্বজনেরা করে আশির্বাদ
তার চেয়ে নয় অর্থ মধুর, পাও যদি সেই স্বাদ।
গরীব, দুখী, মুর্খজনও আসে তোমার দ্বারে
তারা কী আর তোমার মেধার মূল্য দিতে পারে?
তবুও যদি সদয় হয়ে তাদের সেবা দাও
ব্যবহারে তাদের প্রতি সহানুভূতি দেখাও
ঔষধ ছাড়াও দেখবে তাদের ব্যথা যাবে কমে
তোমার প্রতি শ্রদ্ধা তাদের মনে রবেই জমে।
এবার তবে তোমার চাওয়া তোমার হাতেই রাখি
শ্রদ্ধার ফুল ফেলে ঘৃণার আগুন নেবে নাকি?