দু'টি মনের লালিত আকাংখা স্বপ্নের বাসর খোঁজে
তারই স্বীকৃতির উচ্ছাসে উদ্বেল কিছু প্রাণ
ইয়েমেনে রাতের আকাশের নিচে,
নিশঙ্ক চিত্তে গায় জীবনের গান।
মৃত্যুদূতের আকস্মিক গন-প্রাণহরণ আসে কার বোঝে?

বিশ্ব-শান্তির দূতের দেশের নির্ঘুম হায়েনারা
ভেঙে দেয় নিদ্রামগ্ন মৃত্যুদূতের ঘুম
ইয়েমেনের আকাশ জ্বলে ওঠে স্ফুলিঙ্গে,
যুদ্ধবিমান গর্জে ওঠে ব্যুম, ব্যুম
কেউ যায় চিরনিদ্রায়, কেউ হয় বিভ্রান্ত, দিশেহারা।

নিতান্তই অবোধ একটি শিশু ডেকে চলে, বাবা, বাবা
ভাবে তার বাবার ঘুম ভেঙে নিশ্চয়ই উঠবে
বুকের ভেতর তাকে জড়িয়ে নিয়ে,
নিরাপদ আশ্রয়ে নিত্যদিনের মত ছুটবে
বোঝে না তার বাবা-মাকে চিরতরে কেড়েছে কোন্ হায়েনার থাবা।  

ছুটে আসে বেঁচে যাওয়া কয়েকজন, ধরে সেই শিশুটির হাত -
ধ্বংসাবশেষে পিতার নিথর দেহ ধরে শিশুটি অনড়
পৃথিবীর অন্য কোন হাতে নেই বিশ্বাস তার,
দিতে তার জীবন্ত ক্ষুদ্র দেহের ভর
হায় মানবতা! হায় সভ্যতা! হায় ধর্ম! কার বিজয়? কোন্ অভিসম্পাত?

যে আঁধার লজ্জা ঢাকে, সেও নেয় লজ্জাহত বিদায়
আরক্তিম সূর্য কাঁদে জয় পরাজয়ের হিসাবে।
ইথারে ভেসে আসা জীবন্ত ছবির কান্না দেখে,
পৃথিবীর ঘরে ঘরে সুন্নি মুসলিম কী ভাবে
অমুসলিম, অধার্মিক কাফের শিয়ারা মরেছে আল্লাহর সাজায়?
-------------------------------------------

** ইয়েমেনে বিয়ের অনুষ্ঠানে সৌদি যুদ্ধবিমানের বোমা বর্ষণে গনহত্যা ও তার পরে একটি শিশুকে তার বাবার মৃত্যুদেহ থেকে ছাড়ানোর ব্যর্থ প্রচেষ্টা টেলিভিশন খবরের ফুটেজে দেখে।