একটা সবুজ বাগান ছিল, নড়বড়ে তার বেড়া
মনের সুখে চরতো সেথা গরু, ছাগল, ভেড়া।
হঠাৎ সেথায় ঢুকে গেলো মস্ত ক’টা হাতি
গরু-ভেড়ার ভাগ্যে নামে আঁধার কালো রাতি।
হাতিরা সব খেয়ে দেয়ে বাগান করে সাবাড়
গরু-ছাগল-ভেড়ারা সব পায়না কোন খাবার।
তবুও ভাবে সবাই মিলে থাকবে নাহয় সুখে
হাতির ভয়ে অন্য পশু পড়বে নাকো ঢুকে।
হাতির পেটে হাতি আসে বাড়তে থাকে দলে
ক’দিন পরে দু’দল হাতির যুদ্ধ সদাই চলে।
গরু-ছাগল-ভেড়ারা সব প’ড়ে তাদের মাঝে
ক্ষুধার পেটে হাতির লাথি খায় যে সকাল সাঁঝে।
হাতিরা সব মাঝে মাঝে যায় যে কোথা উড়ে
গরু-ছাগল-ভেড়ার নামে ঘোরে বিশ্ব জুড়ে।
বিশ্ব ঘুরে হাতিরা সব যত কিছুই পায়
গরু-ছাগল-ভেড়ার নামে, নিজেরাই তা খায়।
হায় রে গরু, হায় রে ছাগল, হায় রে বোকা ভেড়া
ক্ষুধা পেটে হারায় পশম হয় কি বিশ্রী নেড়া।
গরু-ছাগল-ভেড়ারা সব করলে প্রতিবাদ
হাম্বা-হাম্বা, ব্যা-ব্যা, ভ্যা-ভ্যা, মেটে জীবন-সাধ।
পাশের বনের বন্ধু হাতি হাত বাড়িয়ে আসে
সবাই মিলে গরু-ছাগল-ভেড়ার জীবন নাশে।
কেউ শোনেনা, কেউ দেখেনা, ছাগল ভেড়ার কষ্ট
হাতির নধর দেহ দেখে বিশ্ববাসী স্পষ্ট।
বিশ্ব ভাবে বাগান খানা আজও সবুজ ভরা
কে আর দেখে গরু, ছাগল, ভেড়ার নিত্য মরা।
রচনা: ১৬ আগস্ট, ২০১৬