বুঝাবুঝির সময়টা তো গেছেই অনেক আগে
এখন কি আর বলার সময়, কারে কেমন লাগে?
কর্মকারের হাপরে যে পুড়ছি দু'জন মিলে
তার হাতুড়ি দু'জনকে যে বেজায় আঘাত দিলে
সেই আঘাতে দু'জনেই যে কবেই গেছি গুড়ি'
দুইটি মিলে এক হওয়াতে দু'জনেতেই পুড়ি।
কর্মকারের পিটুনিতে লোহা ও ইস্পাতে
এক হয়ে আজ টিকে আছি ঘাত ও প্রতিঘাতে।
সাবাস ওরে বলি তোরে নিপুন কর্মকার
সেই দুটিকে পৃথক করতে কেউ পারে না আর।
তোর গড়া সে অস্ত্রখানি শক্ত যা পায় কাটে
সদাই হাজার ভাঙার মাঝে গড়ার স্বপ্ন আঁটে।
তাই দেখে তোর মনে হঠাৎ খেলার ইচ্ছা জাগে
এই দুটিতে পৃথক করলে তখন কেমন লাগে?
জাদুকরী আঙুল দিয়ে দিস রে মৃদু টোকা
একটি খসে কোথায় হারায়, অন্যটি রয় বোকা।
সেই হাপরে একলা পুড়ে ভস্ম হয়ে যায়
কর্মকারের হাপর তখন অন্য দু'টি চায়।