যে ছিল এতদিন সবার কাছে সত্যবাদী-বিশ্বস্ত
এরপর সেই হলো কোরাইশদের শত্রু এক মস্ত।
এক আল্লাহর ঘোষণা দেয় যখন পবিত্র কাবা ঘরে
কোরাইশগন তাঁকে একযোগে সশস্ত্র আক্রমন করে।
আবু হালাহর পুত্র আল হারিত এলে তাঁর রক্ষায়
কোরাইশদের হাতে শহীদ হয় প্রথম আল্লাহর রাস্তায়।
বয়ে দেবে তারা রক্তের বন্যা মক্কার পথে পথে
সরবে না তবু পিতৃ পুরুষের ধর্ম ও কাবা হতে।
সশস্ত্র-সন্ত্রাসী আক্রমন চলে মুহাম্মদের উপর
বন্ধ হয় তার তরে উপাসনালয় কাবার ঘর।
হট্টগোল করে সব মুহাম্মদ করলে উপাসনা
পথে তাঁর কাঁটা দেয়, গায়ে যত নোংরা আবর্জনা।
পথশিশু তাড়া করে তাঁরে যেন এক বদ্ধ উন্মাদ
চিৎকার, হাত তালি, গান বাজনায় উচ্চ নিনাদ।
জীবনকে করে তোলে যেমন নরকময় তাঁরই
তেমনই অত্যাচারিত তাঁরা যাঁরা তাঁর অনুসারী।
তপ্ত মরুর ফুটন্ত বালুর উপর চিত করে শুয়ে
যন্ত্রনায় কষ্ট দিত বুকের উপর ভারী পাথর থুয়ে।
অত্যাচারে জর্জরিত বিশ্বাসী এক - নাম ইয়াসির
প্রতিবাদের শাস্তি ছিল ইয়াসমিন নামে তার স্ত্রীর।
দুই পা তার শক্ত করে বাঁধা হলো দুইখানা উটে
উটের পিঠে চাবুকাঘাত, যেন যায় দুইদিকে ছুটে।
স্ত্রী ইয়াসমিনের নরম নারী দেহ হলো দ্বিখণ্ডিত
পিশাচেরা নাচে উল্লাসে যত হয় বালু রক্তে রঞ্জিত।
শাস্তি যতই কঠিন হয়, বুকের পাথর হয় ভারী
বিশ্বাসে ততই অটল মুহাম্মদ ও তাঁর অনুসারী।
আল্লাহর আদেশ তবু তাঁরা নিঃশর্ত মানে -
এ পথের ডাকে যেন কারো দেহে বেদনা না আনে।
কেন এতো শাস্তি? কেন এতো অসহ্য যন্ত্রনা?
ধার্মিক যেন না করে এক আল্লাহর উপাসনা।
নিরুপায় ধার্মিক ছাড়ে দেশ ছাড়ে নিজ ঘর
তবু মনে বেড়ে যায় বিশ্বাস এক আল্লাহর উপর।
বিতাড়িতের মুখে মুখে শোনে ইথিওপিয়ার রাজা
ইসলামী বিশ্বাসে ধার্মিকদের কেমন হয় সাজা।
সব শুনে নরম হয় বিচক্ষণ সে রাজার হৃদয়
কোরাইশ-অনুরোধ ফেলে তাদের দেয় আশ্রয়।
মুহাম্মদ ও সাথী যাঁরা তখনও ছিল মক্কায়
আরও অত্যাচার বাড়ে তাঁদের উপর এই ঘটনায়।
মক্কা-খ্যাত আল-আরকাম আল-মাখযুমির আলয়
অবশেষে হলো মুহাম্মদের অস্থায়ী আশ্রয়।
একদিন মুহাম্মদ বসেছিল সে ঘরের সমুখে
চাচা আবু জহল একা পেয়ে দাঁড়ালো যে রুখে।
নির্বাক মুহাম্মদ শোনে তার অপমান গালাগালি
প্রতিবেশী দাস, আব্দুল্লাহও নিশ্চুপ শুনেছিল খালি।
অতপর আবদুল্লাহ জানায় তা অন্য চাচা হামজাকে
বিক্ষুব্ধ হামজাহ আবু জহলকে ক্রোধভরে ডাকে।
দুই দলের খন্ডযুদ্ধে হামজাহ করে উচ্চ উচ্চারণ -
আজ থেকে মুহাম্মদের ধর্ম আমি করিনু গ্রহণ।
এ জগতে সাধ্য কার বোঝে আল্লাহর রহস্য-খেলা -
যে ছিল মুহাম্মদ ও ইসলামের শত্রু সকাল-বেলা
সন্ধ্যায় সেই হলো নিবেদিত মুসলিম, ইসলাম-রক্ষক
বাতিলের পরাজয়ে প্রথম জয়ী আর শক্ত হলো হক।