আসবে তুমি ক্ষণিক পরে
পেয়েছি সেই খবর
এখন যে তাই দুকান পেতে
গুণি শুধুই প্রহর।
চোখ আঁটে যেই তন্দ্রা লেগে
অমনি কেঁপে উঠি জেগে
যেন তোমার পরশ পেয়ে
বুক কাঁপে থর্থর।
জানিনে গো জানিনে গো
কেমন তোমার পরশ
হৃদয় ব্যথায় কাঁদবে নাকি
পাবে পরম হরষ!
তোমার সাথে নতুন পথে
কোথায় যাবো ভুবন হতে
নাকি হবো নিয়ন্ত্রনহীন
পড়ন্ত নির্ঝর!
কেমন আঁধার আলোর খেলা
পেরিয়ে যাবে বীজন-ভেলা
বাজবে পথে স্বাগতিক না
বিদায়ী মর্মর!