এই জগতে মানুষের মন এক অতিথিশালা
নিত্য সেথায় অতিথিদের আসা যাওয়ার পালা।
এই আনন্দ, এই হতাশা, এই আসে হীনতা
সবাই এসে মনের মাঝে চায় আতিথেয়তা।
জানাও তাদের, জানাও তাদের সাদর সম্ভাষণ
সব অতিথির ভাগ্যে মিলুক যোগ্য বিনোদন।
দুঃখও যদি দ্বারে এসে দাঁড়ায় অতিথি
আঘাত হেনে ঘরে আনে রক্ত-ক্ষরণ-তিথি
চূর্ণ করে তোমার ঘরে যা কিছু আসবাব
সসম্মানে বসাও তবু, আর করো সদ্ভাব।
হয়তো দেখো সেই অতিথির হাতটাতে যে ঝুলি
ভর্তি করে এনেছে সে নতুন মিষ্টিগুলি।
লজ্জা-দ্বেষ ও অপমান আর মনের অন্ধকার
যেই না আসুক যেন কভু হয় না বন্ধ দ্বার।
সাদর সম্ভাষণে বসাও ভালো ও মন্দরে
হয়তো তাদের সাথেই আসে সেজন অন্দরে।