সামনে দেখি এক সরকারী হাসপাতাল
দাঁড়িয়ে ভাবি একমনে আকাশ-পাতালঃ
সরকারে আছে যারা মন্ত্রী, সচিব, অফিসার
তাদের জন্যে এ হাসপাতাল নিশ্চয়ই দরকার-
তবে এখানে নিশ্চয়ই সাধারণ জনতার
চিকিত্সার জন্যে নেই কোন অধিকার।
বন্ধু হেসে বলে, ওরে মূর্খ, অর্বাচীন
বুদ্ধি তোর হবে না আর কোনদিন -
সরকারের করুণায় হয়েছে এ হাসপাতাল
তারাই খেয়েছে, খাচ্ছে, খাবে এর মাল
তাই তো অতীব দরকারী
এর নামের আগে থাকা "সরকারী"।
সরকারের কাছ থেকে এ হাসপাতাল অনেক দূরে
তাই তো তারা যায় নিউইয়র্ক, ব্যাঙ্কক, সিঙ্গাপুরে।
এখানে আসে শুধু দুর্ভাগা গরীব জনতা
চিকিত্সার আশায় সয়ে যায় অবহেলা, বর্বরতা।
বললাম, তবে কেন এর নাম নয় জনতার হাসপাতাল?
বলল সে, আজীবন রয়ে গেলি তুই এক পাঁড়-মাতাল।
দেখিস যত সরকারী সংস্থা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়
এর কোনটিই সরকারের কারো জন্যে নয়।
তাই এগুলি কেমন চলে, দেয় কেমন মানের সেবা
এ সব নিয়ে মাথা ঘামায় সরকারের কে বা?
তবে এ গুলির অধিকার থাকে সদা সরকারের হাতে
যাতে সরকারের বংশধর জনতার মালে থাকে দুধেভাতে।
বিদেশে পড়তে পারে আর গড়তে পারে সুখের ঘর
বলতে পারে - নির্বোধ জনতা দেশে পচে মর।