চোখ যেই বন্ধ করি, চারিদিক আঁধার
অনুভূতির মাঝে তবু কাটে কি যে সাঁতার!
বন্ধ চোখে লেখা গেলে কি যে হতো লেখা
খোলা চোখে সে রূপের পাইনিকো দেখা।
চোখ খুলে যাই লিখি, দিই যত নাম
বন্ধ চোখে বুঝি তাহা ভুল লিখিলাম।
তুমি তাই আসো কম চিত্র, সাহিত্য, কাব্যে
অদৃশ্য, নিঃশব্দে বয়ে যাও হৃদয়ের নাব্যে।
অনুভব করি যখন চোখ রেখে বন্ধ
বুঝি আছো কাছাকাছি প্রিয়তমে, 'গন্ধ'!