তুমি, বন্ধ করে দিলে দু'কান,
শুনি না তাই কথা
অন্ধ করে দিলে এ চোখ,
ঘুঁচলো না অন্ধতা।
তুমি যতই বলোনা,
আমার শোনা হলোনা
আমি, পথ হারিয়ে তাইতো আজও
ঘুরি যথা তথা।
তবু আমি সে কান পেতে
আজও বসেই আছি
অন্ধ জনের ধরতে সে হাত
আসবে কাছাকাছি।
তাই, আছি মাথা নুয়ে
দাও যদি গো ছুঁয়ে
খুলবে সে চোখ, ঘুচবে আমার
সকল বধিরতা।
--------------
ডেনপাসার, বালি, ইন্দোনেশিয়া
২২/০৯/২০১৮