করতে যা হয় ইচ্ছা তোমার
তাই যে তুমি পারো
ইচ্ছা যারে বাঁচাও তুমি
ইচ্ছা যারে মারো।
যেই মানুষকে সৃষ্টি করে
বললে সবার সেরা
রাখলে তারেই হাজার রকম
বিপদ দিয়ে ঘেরা।
যায় না দেখা যে ভাইরাস
সেই করোনা ছড়ায় যে ত্রাস
অদৃশ্য এই খেলাতে নাও
অদৃশ্য প্রাণ কারো।
এমনি করে মাঝে মাঝে
মানুষকে কি ভাবাও
ক্ষুদ্র দিয়ে রুদ্র কারেও
কেমন করে দাবাও?
তোমার খেলা তুমিই খেলো
যা করো আজ এলোমেলো
সাজাতে কাল তারেই আবার
দাও করুণা আরো।
তোমার এমন খেলার ত্রাসে
মানুষ নয়ন জলে ভাসে
হে অদৃশ্য!
এখন তাদের ভগ্ন হৃদয়
করুণাতে সারো।