বৃহৎ গাছের নীচে থাকা আমরা ক্ষুদ্র গাছ
বড় গাছের জাত বিচারে আমাদের কি নাচ?
বট, পাকুড় বা ইউক্লিপ্টাস, নাহয় হলো পাইন
ওদের সাথে আমাদের তো চলে একই আইন।
যতই বলো ওদের ভেতর কেউ দেশী, বিদেশী
মাটির রস ও সূর্য কিরণ সবাই নেয় নিঃশেষী।
ওদের শেকড় ছড়িয়ে দূরে নেয় চুষে সব সার
শীর্ণ দেহে আমরা করি ক্ষুধায় হাহাকার।
দিনে দিনে ওরাই বাড়ে - সবুজ, শ্যামল, বৃহৎ
আমরা করি বাঁচার যুদ্ধ আবর্জনাবৎ।
দীর্ঘ জীবন ওদের শুধু, আমরা অল্পে সাবাড়
মৃত্যু হলেও মরে পঁচে ওদের যোগাই খাবার।
দেশ, বিদেশে হোক না যে যা-ই, ওরা একই জাত
ওদের বাঁচার জন্যে আমরা হই যে কুপোকাৎ।
মিথ্যে ওরা দাবী করে, ওরা ঠেকায় ঝড়
ওরা আছে, আমরা নাকি তাই থাকি অনড়!
ঝড়ে ওদের ডাল ভাঙে আর ঝরে কিছু ফুল
সেই আঘাতে আমরা নীচে হই চির-নির্মূল।