সব ফুলই ফুটে ওঠে
সহাস্য বদনে
কোন ফুল উঠে যায়
কারো মায়া-সদনে।
কোন ফুল ঝরে যায়
কেউ তা দলে যায়
কোন ফুল ভেসে যায়
পড়ে নদীজলে হায়।
কোন ফুল ঠাঁই পায়
স্মৃতিসৌধ কবরে
কোন ফুল উত্সবে
এসে যায় খবরে।
কোন ফুলে হয় কারো
প্রেম বিনিময়
কোন ফুলে অভিনন্দ
হলে কিছু জয়।
কোন ফুল পেয়ে যায়
সুন্দরীর বেনী
কোন ফুল শবদেহে
ভোলে তার শ্রেণী।
ভাগ্যগুণে কেউ পায়
দেবতার চরণ
কোন ফুলে ফল হলে
হয় তার মরণ।
কোন ফুল সুধীজনে
করে নেয় বরণ
কর্ম শেষে কোন ফুলই
পায় নাকো স্মরণ।
যে ফুল দেয় না কারেও
কখনো আনন্দ
সে ফুলও কখনো কারো
করে নাকো মন্দ।
ফুলের মতই হতে তাই
ফুল ভালোবেসো
দুটি টাকার একটিতে
ফুল কিনে হেসো।