সাদা চামড়ার অস্ট্রেলিয়ান
বাঙালী রেস্তোঁরায়
বাসি রুটি আর বাসি ডালে
একদা নাস্তা খায়।
পচা ডালের সেই টক স্বাদ
এতোটাই মজা লাগে
পরদিন প্রাতে যায় ফের সে
তাই সকলের আগে।
টাটকা রুটি, টাটকা ডালে
নাই পেয়ে সেই স্বাদ
ক্রোধান্বিত সেই খরিদ্দার
শুরু করে দেয় বিবাদঃ
ডাল আর রুটি ফ্রেস নয় আজ,
কাল ছিল সব ফ্রেস
বেচলে এমন বাসি আর পচা
ছাড়তেই হবে এ দেশ!