বন্ধু হলে শুধুই নিজের লুকায়িত স্বার্থে
হাত কাঁপে না প্রয়োজনে বন্ধুকে তার মারতে।
হাসির সাথে হাসি দিয়ে মনের জ্বালা ঢাকে
কান্না দেখে দুখ প্রকাশে হাসি গোপন রাখে।
বন্ধু নামের শত্রু এরা, চতুর অভিনেতা
এদের কথা-কাজের অর্থ শুধুই নিজের জেতা।
আসল বন্ধু বন্ধুকে তার হৃদয় দিয়ে বোঝে
নিজ স্বার্থের হিসাব ফেলে বন্ধুর ভালো খোঁজে।
চিনলে শত্রু, হার বা জিতের যুদ্ধ করা যায়
বন্ধুরূপী স্বার্থপরকে ক্ষমা করাও দায়!