জনম দুখী মাগো আমার, আমি তোমায় ভালোবাসি
তাই মা তোমার বুকে আমি ফিরে ফিরে আসি।
মানুষ হয়ে তোমার কোলে; তোমায় ছেড়ে এলাম চলে
সওদা করি ঘাঁটে ঘাঁটে; দিতে কিছু তোমার হাতে
মেঘে ঢাকা দিনের শেষে; পথ হারা এক পথিক বেশে
কেমন করে ফিরবো ভেবে নয়ন জলে ভাসি।
সওদা শেষে ঝুলি যখন; মনি মুক্তায় হলো পূরণ
ফেরার আশায় চাই মা আমি তোমার আকাশে
প্রাণ যে কাঁপে কালো মেঘ আর ঝড়ের আভাসে।
আমার ফেরার তরী খানি; পাবে কি তীর তাও না জানি
হয়ত বা সে ডুববে জলে, হাসবে সর্বনাশী।
কি আর হবে মাগো তোমার; যদি, অধম ছেলে না ফেরে আর?
কোটি ছেলের কোলাহলে; কাঁদবে কেন নয়ন জলে?
হয়ত ক্ষণিক উঠবে কেঁপে; কোটি ছেলে বুকে চেপে
ক্ষণিক পরে মাগো তুমি হাসবে সুখের হাসি।
তোমার বুকে আছে যারা; ধনী গরীব সর্বহারা
বৌদ্ধ কিংবা হিন্দু মুসলমান; সকল সন্তান গাইবে তোমার গান।
হিংসা বিরোধ খুনাখুনি; ভাইয়ে ভাইয়ের ঝগড়া শুনি
তবু মাগো শত্রু এলে; ওদের নিজের বিভেদ ফেলে
তোমার তরে যুদ্ধ করে পরবে গলায় ফাঁসি।
তোমার বুকে ফিরে যদি; আসে নিদ্রা নিরবধি
মাটির ঘরে ছুঁয়ে তোমার চরণ; সে যে আমার হবে সুখের মরণ।
স্বজনহারা মনের ব্যথায়; স্বজনেরা কাঁদবে যেথায়
সেথায় শুয়ে হাসব আমি মরণ সুখের হাসি।
২৮ নভেম্বর, ২০১৫
সিঙ্গাপুর এয়ারপোর্ট