তোমার নাচন আমার বুকের মাঝে
কেউ দেখে না - চলে সকাল সাঁঝে।
যখন আমার নয়ন দেখে, শোনে আমার কান
তোমার নাচন, তোমার গাওয়া গান
কণ্ঠে আমার সুর হয়ে তা বাজে।
জানি সবই আঁধার দিয়ে ঢাকা
তারই মাঝে আলোর প্রভা রাখা
আসুক তারই ক্ষীণ প্রভা
আমার সকল কাজে।
সেই প্রভা-তে জাগুক ভালোবাসা
সেই প্রভা-তে জাগুক বুকে আশা
ক্লান্তি ঝেড়ে সাজুক নতুন সাজে।