এসো সে গাছ দাঁড় করি,
মাটির বুকে যে লুটাই
এসো একটা ফুল ফুটাই।
এসো দুজন হাত মিলাই
জগত মাঝে সুবাস বিলাই
চারটি হাতে একটা ফুলকে
ঊর্ধ্বে উঠাই।
এসো একটা ফুল ফুটাই।
শীতের শেষে কতক পাতা
ঝরবেই তো
আবার নতুন পাতায় সে গাছ
ভরবেই তো।
নতুন পাতার সুখ-কাঁপনে
নতুন কুঁড়ির দিন যাপনে
এসো আমরা নতুন স্বপ্নের
অশ্ব ছুটাই
এসো একটা ফুল ফুটাই।
রুদ্র তাপের শুষ্ক খরায়
অকালে যে কুঁড়ি ঝরায়
এসো বাঁচায় যত্নে ঢেলে
জল বুটায়
এসো একটা ফুল ফুটাই।