নিবিড় করে হৃদয় আমার
যখন তোমার অঙ্গ চায়
নিরব পায়ে এসো তখন,
আমার সে নিসঙ্গতায়।
দিনের আলো নিভে গিয়ে
রাতের আঁধার এলে নেমে
দিকে দিকে প্রাণের সাড়া
নিরব হয়ে গেলে থেমে
এসো নিবিড় বন্ধনে
আমার হৃদয় স্পন্দনে
শুনতে এসো এক আঁকুতি -
আমি তোমার সঙ্গ চাই।
নিস্তরঙ্গ জলের বুকে
পড়বে যখন ঝরা পাতা
তীরের ঝিঁঝিঁ পোকাগুলি
গাইবে হৃদয়-হরা গাথা
জলের বুকে ঢেউয়ের মতো
মূর্ছনা সেই সুরে যত
তেমনি করে এসো আমার
হৃদয়ে নিস্তরঙ্গতায়।